চিলির
আইন সভার নিম্নকক্ষ চিকিৎসা, বিনোদন ও আধ্যাত্মিক ক্ষেত্রে সীমিত পরিমাণে
গাঁজা ব্যবহারের অনুমতি দিয়ে একটি বিল পাস করেছে। এর ফলে চিলির প্রতিটি
বাড়িতে ৬টি গাঁজা গাছ রাখা যাবে।
এর
আগে দেশটিতে গাঁজা চাষ, বিক্রি ও পরিবহনের শাস্তি ছিল ১৫ বছরের জেল। নতুন
বিলটি একটি স্বাস্থ্য কমিশন হয়ে সিনেটে অনুমোদনের জন্য যাবে। কংগ্রেসের
নিম্নকক্ষে বিলটির পক্ষে ৬৮ জন এবং বিপক্ষে ৩৯ জন ভোট দেয়।
কয়েকজন
আইনপ্রণেতা এর সমালোচনা করে বলেছেন, এর ফলে মাদকের ব্যবহার উত্সাহিত হবে।
গত অক্টোবরে চিকিত্সা ক্ষেত্রে ব্যবহারের জন্য কিছু পরিমাণ গাঁজা চাষ করে
চিলি সরকার।
সম্প্রতি
কয়েকটি দেশ চিকিৎসা ও ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে গাঁজার ওপর নিষেধাজ্ঞা
শিথিল করেছে। যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও গাঁজা ব্যবহার বৈধ করা
হয়েছে। সূত্র: বিবিসি