বাংলাদেশে ‘খান একাডেমি’র যাত্রা শুরু আজ

S M Ashraful Azom
বিশ্বখ্যাত খান একাডেমি এবার বাংলাদেশে যাত্রা শুরু করছে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে ‘খান একাডেমি বাংলার’ উদ্বোধন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আগামী।
 
আগামীই মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খান একাডেমির কনটেন্ট বাংলা করার প্রস্তাব সালমান খানকে দেন। সালমান বেশ সানন্দেই রাজি হয়ে যান এবং কাজটি করার জন্য তিনি আগামীকে আর্থিক সহায়তা দেন। ‘খান একাডেমি বাংলা’ এর জন্য ভিডিও কনটেন্টগুলো তৈরি করা হয়েছে বাংলায়। আর এজন্য আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।
 
বিজ্ঞান, গণিত থেকে শুরু করে পরিসংখ্যান অর্থনীতি বা ইতিহাসের মতো বিষয়কেও ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করেছে বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের এই একাডেমি। আর এই কাজ দিয়েই বিখ্যাত টাইম সাময়িকীতে ২০১২ সালে পৃথিবীর ১০০ প্রভাবশালীর তালিকায়ও স্থান করে নিয়েছিলেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top