যুক্তরাষ্ট্রজুড়ে সমকামী বিয়েকে বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে রয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ রিপাবলিকান। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গত মাসে দেয়া আদালতের রায়কে ভুল মনে করে—এমন রিপাবলিকানের সংখ্যা ৬৩ শতাংশ। রিপাবলিকানদের এ বিরোধিতা আগামী নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের লড়াইয়ে সমকাম-বিরোধী রক্ষণশীল নেতাদের জন্য সহায়ক হতে পারে। যেমন— উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং সাবেক আরকানস গভর্নর মাইক হুকাবি।
ওয়াকার আগামী সপ্তাহে তার প্রার্থিতা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি সুপ্রিম কোর্টের রায়কে একটি বড় ধরনের ভুল আখ্যা দেন। সমকামী বিয়েকে বৈধতা দেয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি রাজ্যগুলোতে একটি সাংবিধানিক সংশোধনী আনারও আহ্বান জানান।
জরিপে দেখা গেছে—৪২ শতাংশ রিপাবলিকানই সমকামী বিয়ের আইনগুলো রাজ্য পর্যায়ে গণভোটের মধ্য দিয়ে নির্ধারণ করা উচিত বলে মত দিয়েছে। গোটা দশের জনগণের মাত্র ২৪ শতাংশ এ মত সমর্থন করেছে।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ তার নির্বাচনী প্রচারণার অগ্রভাগে রেখেছেন সমকামী বিয়ের বিরোধিতার বিষয়টিকে এবং কয়েকটি রাজ্যকে আদালতের রায় অগ্রাহ্য করারও আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আরকানস গভর্নর হুকাবি বহুদিন থেকেই সমকামী অধিকারের বিরুদ্ধে সোচ্চার।
নেতৃস্থানীয় অন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ এবং সিনেটর মার্কো রুবিও প্রথাগত বিয়েকে সমর্থন করলেও সুপ্রিম কোর্টের রায়ের কড়া সমালোচনা করা থেকে বিরত থাকেন।
জরিপে সাধারণ মার্কিনীদেরকে সমকামী বিয়ে সমর্থন করা না করা নিয়ে প্রশ্ন করা হলে ৫১ শতাংশ আমেরিকান নাগরিকই বলেছে, তারা এটি সমর্থন করে। আর মাত্র ৩৫ শতাংশ বিপক্ষে মত দিয়েছে।
স্বতন্ত্র ভোটারদের ৪৮ শতাংশ সমকামী বিয়ে সমর্থন করেছে। এতে করে সমকামী বিয়ে বিরোধী রিপাবলিকান নেতাদের নির্বাচনে জেতা কঠিন হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
২৬ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে ৩ হাজার ৬৩২ জনের ওপর জরিপটি পরিচালনা করা হয়।