বকশীগঞ্জ বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস'তি সভা অনুষ্ঠিত।

G M Fatiul Hafiz Babu
১১ জুলাই বকশীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস'তি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পাট হাটি দলীয় কার্যালয়ে প্রস'তি সভায় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহসভাপতি মিজানুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিকদলের সভাপতি কায়সার আমিন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান উজ্জল, সহসভাপতি রাশিদুল আল আমিন রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাছিন বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল তালুকদার প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতারে বিএনপি, অংগসংগঠন ও  বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন ।
জানা গেছে, আগামি ১১ জুলাই বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। এতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
প্রস'তি সভায় ইফতার মাহফিল সফল করতে দলের নেতা কর্মীদের বলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top