স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতা বেগম জিয়া জ্বালাও পোড়াও করে পেট্রোল
বোমা দিয়ে দেশের মানুষ হত্যা করে এখন দেউলিয়া হয়ে গেছেন। ২০১৪ সালের জাতীয়
নির্বাচন প্রতিরোধ করে তিনি দেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার
চেষ্টা করেছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ
তার সকল অশুভ কর্মকাণ্ড রুখে দিয়ে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত
রেখেছে।
তিনি
বেগম জিয়ার উদ্দেশ্যে বলেন, খালেদা আপনি এখন শান্ত আছেন। ভালো আছেন। আরও ৩
বছর শান্ত থাকুন। এরপর ২০১৯ সালের নির্বাচনে আসুন। দেখা যাবে জনগণ কাকে
ভোট দেয় ?
স্বাস্থ্যমন্ত্রী
বুধবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ তলা সম্প্রসারিত ভবনের
উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক
মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উল্লাপাড়া আসনের
সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
সাবেক পৌর মেয়র আবু গোলাম কিবরিয়া, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান
এ্যাড. মারুফ বিন হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী
আরো বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যেই নিম্ন মধ্য আয়ের দেশে
পরিণত হয়েছে। দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে শেখ হাসিনার প্রশংসা করে বলেন, কিভাবে
জঙ্গিবাদ উৎখাত করতে তা বাংলাদেশের কাছে শিখতে হবে। ভারতের সঙ্গে বর্তমান
সরকারের সুসম্পর্কের সুবাদে দীর্ঘ ৪২ বছরের পর সীমান্ত চুক্তি সম্পন্ন
হয়েছে। অচিরেই তিস্তা চুক্তি করা হবে। এটা বাংলাদেশের জন্য একটি বিরাট
অর্জন।
তিনি
দেশের সর্বস্তরের মানুষকে এক সঙ্গে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
হাতকে আরও শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
এর
আগে স্বাস্থ্য মন্ত্রী নাসিম প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত উল্লাপাড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৪ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।