এশীয়-প্রশান্ত মহাসাগর অঞ্চলীয় শিশু সমাবেশে
যোগ দিতে সাত শিশুসহ আট সদস্যের একটি সাংস্কৃতিক দল জাপান যাচ্ছে। বুধবার
দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটে দলটি ড্রাগন এয়ার বিমানযোগে জাপানের উদ্দেশ্য
ঢাকা ত্যাগ করবে।
সাংস্কৃতিক দলটি জাপানের ফুকুওকায় অনুষ্ঠিতব্য ২৭তম শিশু সমাবেশে অংশ নেবে।
বাংলাদেশ শিশু একাডেমি মাগুড়া জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আহাম্মদ আল হোসেনের নেতৃত্বে এ প্রতিনিধি দলে রয়েছে গাইবান্ধা জেলার মো. অনুরাগ আকন্দ ফাহিম, ব্রাহ্মণবাড়িয়ার নাহিয়ান ইবনে হাসান প্রাপ্ত, রংপুরের শ্রী দেবাশিষ চন্দ্র মহন্ত, ব্রাহ্মণবাড়িয়ার শানজানা শাহরিয়ার তানহা, ঢাকার আমরিন আফরোজ নুজহাত সাম-হা, বাগেরহাটের আদিবা ইবনাত শাইরা এবং চাঁদপুরের নন্দিতা সরকার প্রিয়া।
সমাবেশে শেষে শিশু প্রতিনিধিদলটির আগামী ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
সাংস্কৃতিক দলটি জাপানের ফুকুওকায় অনুষ্ঠিতব্য ২৭তম শিশু সমাবেশে অংশ নেবে।
বাংলাদেশ শিশু একাডেমি মাগুড়া জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আহাম্মদ আল হোসেনের নেতৃত্বে এ প্রতিনিধি দলে রয়েছে গাইবান্ধা জেলার মো. অনুরাগ আকন্দ ফাহিম, ব্রাহ্মণবাড়িয়ার নাহিয়ান ইবনে হাসান প্রাপ্ত, রংপুরের শ্রী দেবাশিষ চন্দ্র মহন্ত, ব্রাহ্মণবাড়িয়ার শানজানা শাহরিয়ার তানহা, ঢাকার আমরিন আফরোজ নুজহাত সাম-হা, বাগেরহাটের আদিবা ইবনাত শাইরা এবং চাঁদপুরের নন্দিতা সরকার প্রিয়া।
সমাবেশে শেষে শিশু প্রতিনিধিদলটির আগামী ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।