বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের রূপের জৌলুস একটু বেশি। এমনটাই অভিযোগ পশ্চিমবাংলার নির্মাতা রাজা চন্দের!
জানা
গেছে, রাজা চন্দর পরিচালনায় ‘রকেট’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন
মীম। আগামী ১৩ জুলাই থেকে কলকাতায় এর শুটিং শুরু হবে। এতে মধ্যবিত্ত
পরিবারের মেয়ে টিনা চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু চরিত্রের চেয়ে মিম
নাকি বেশি ঝলমলে।
সম্প্রতি
টাইসন অব ইন্ডিয়াকে রাজা চন্দ বলেছেন, স্ক্রিন টেস্টের জন্য মীম যখন আসেন
তখন তার সৌন্দর্য কিছুটা কমিয়ে নেয়া হয়েছিল। সে বেশিই ঝলমলে।
মীমকে
নিয়ে আরো একটি সমস্যা পড়েছিলেন পরিচালক। মহড়া করতে গিয়ে দিনভর নাকি কিছুই
খাননি তিনি। পরিচালকের ভাষ্য, আমি তো ভয় পেতাম, মনে হতো এই বুঝি অজ্ঞান হয়ে
যাবে মিম।
এদিকে
মীম বলেছেন, ‘টিনা হিসেবে আমার লুক পছন্দ হয়েছে। রাজদার সঙ্গে চিত্রনাট্য
নিয়ে বসেছি, কয়েক ঘণ্টা মহড়াও করেছি। আশা করি, তার প্রত্যাশা পূরণ করতে
পারবো।
যৌথ প্রযোজনার এই ছবিতে মীমের বিপরীতে আছেন সোহম। এছাড়া অমিত হাসান ও দিতিও এখানে অভিনয় করবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।