জেলায় দীঘিনালার
হেডম্যানপাড়ায় আমীর হোসেন (৫০) নামে এক হিল আনসারকে গুলি করে হত্যা করা
হয়েছে। এদিকে এ ঘটনার পর ঘাতক রফিক অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি নিয়ে পাহাড়ের
জঙ্গলে পালিয়ে যায়। জেলার মাটিরাঙ্গা উপজেলায় তার বাড়ি। এ রিপোর্ট লেখা
পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
দীঘিনালা
থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, শুক্রবার দুপুরে হেডম্যানপাড়া আনসার
ক্যাম্পে হিল আনসার মো. রফিক (৩৫) ক্যাম্পে ঘুমাচ্ছিলেন এবং তার সঙ্গে
দায়িত্বে কর্মরত ছিলেন আমীর হোসেন (৫০)। শুক্রবার বেলা সাড়ে ৩টায় সহকর্মী
আমীর হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে মো.
রফিক নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে আমীর হোসেনকে গুলি করলে সাথে সাথে তার
মৃত্যু হয়। নিহত হিল আনসার আমীর হোসেনের বাড়ি পানছড়ির মুসলিমপাড়ায়।