খালেদা জিয়া নির্বাচন করতে ভয় পান: সুরঞ্জিত

S M Ashraful Azom
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচন করতে ভয় পান। এ কারণে নির্বাচন এলে উনি পালিয়ে বেড়ান।’
 
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে (আইইবি) আওয়ামী তরুণ লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
‘সরকার নির্বাচন দিতে ভয় পায়, পালিয়ে গিয়ে লুকাবারও জায়গা পাবে না’ সম্প্রতি খালেদা জিয়া এ বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘গণতান্ত্রিক পথে রাজনীতি করতে হলে খালেদা জিয়াকে আগে উগ্রবাদী জামায়াত পরিত্যাগ করতে হবে।
 
নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ম-মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে বিশ্বব্যাংকের এমন স্বীকৃতিতে বিস্ময় প্রকাশ করে সুরঞ্জিত বলেন, ‘আমরা জানতাম না যে, ওরা (বিশ্বব্যাংক) এ কথা বলতে পারবে। যারা পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা ফেরত নিল। তারা এই স্বীকৃতি দিল। আসলে কেউ কিছু অর্জন করলে অর্জন স্বীকার করতে হয়।’
 
‘দলীয় লোকদের বাধায় কারণে ব্যাংক জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না’ সম্প্রতি সংসদে অর্থমন্ত্রীর এমন মন্তব্য উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘দেশ ও দলের কাছে একমাত্র অপরিহার্য হলেন শেখ হাসিনা। দেশের অগ্রগতির পথে বাধা দেওয়ার জন্য, যদি কেউ বাঁধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আপনাকে (শেখ হাসিনা) ব্যবস্থা নিতেই হবে। কারণ, দেশের মানুষের আশা-ভরসার একটাই আশ্রয়স্থল হলেন শেখ হাসিনা।’
 
লতিফ সিদ্দিকী প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘সংসদ সদস্য পদ যায় দুই কারণে। একটি হলো—দলের বিরুদ্ধে সংসদে ভোট দিলে। আরেকটি ওই সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে। কিন্তু তিনি কোনোটিই করেননি। তাই বুঝতে হবে, তার সদস্য পদ আছে। আর দল সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচিত করে সংসদীয় এলাকার জনগণ। তাই দল থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।’
 
আয়োজক সংগঠনের সভাপতি মোসলেহউদ্দিন মসুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নারায়ণ দেবনাথ, তরুণ লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top