নায়ক রাজ
রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে দিন দিন। যদিও এখনও তিনি চিকিত্সকের
তত্ত্বাবধানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন। আরও এক সপ্তাহ হাসপাতালে
থাকতে হবে বলে জানা গেছে। রাজ্জাকের শেষ অবস্থা জানান তার কনিষ্ঠ পুত্র
সম্রাট।
হাসপাতালে ভর্তির পর প্রায় প্রতিদিনই রাজ্জাককে দেখতে যাচ্ছেন চলচ্চিত্রের অনেকেই।
তিনি
বলেন, ‘বাবা এখন অনেক ভালো আছেন। আরও এক সপ্তাহ লাগবে বাড়িতে যেতে। যদিও
এখনও আইসিইউতে আছেন, তবে আইসিইউতে থাকার মতো পরিস্থিতি এখন বাবার না। উন্নত
বিশ্রামের জন্যই সেখানে রাখা। বাবা এখন কথা বলতে পারছেন। সবার সাথেই কথা
বলছেন। বেশ হাসি-খুশি আছেন। শ্বাসকষ্টের সমস্যাটাও এখন আর নেই। সবার কাছে
বাবার জন্য দোয়া চাই।’
কয়েকদিন
আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্জাককে। এর
আগেও অনেকদিন অসুস্থ ছিলেন তিনি। অভিনয় থেকেও দূরে ছিলেন খ্যাতিমান এই
অভিনেতা।