গাজীপুরের
কালিয়াকৈরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজিরন বেগম (৫০)
নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা মেদীআশুলাই-দেড়চালা
আঞ্চলিক সড়কের মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজিরন বেগম উপজেলার মেদী আশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের স্ত্রী এবং ঐ পিকআপ ভ্যানের চালক আজিম উদ্দিন মা।
এ ঘটনায় আজিম উদ্দিন ও তার ভাইঝি এলিমা আক্তার (৩) আহত হয়েছে। তাদের টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজিরন বেগম উপজেলার মেদী আশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের স্ত্রী এবং ঐ পিকআপ ভ্যানের চালক আজিম উদ্দিন মা।
এ ঘটনায় আজিম উদ্দিন ও তার ভাইঝি এলিমা আক্তার (৩) আহত হয়েছে। তাদের টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।