রুবেল শুধুই আমার : হ্যাপি

Seba Hot News


ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বহু তিক্ততার পরও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে ভুলতে পারছে না হালের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গণমাধ্যমে রুবেলের প্রতি নিজের দুর্বলতার কথা হ্যাপি সবসময় জানিয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি নিয়ে একের পর এক স্ট্যাটাস দেন
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফেসবুকে রুবেলের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে হ্যাপি আবারও একটি স্ট্যাটাস দেন
স্ট্যাটাসে হ্যাপি বলেন, ‘কেউ একটু আমার রুবেলকে এনে দেবে আমার কাছে? আমি একবার একটু রুবেলকে জড়িয়ে ধরে কাঁদতে চাই। কতদিন দেখিনি! আমি কী করে বেঁচে থাকব রুবেলকে ছাড়া??? প্লিজ কেউ একটু আমার কাছে ওকে এনে দাও।
রুবেলের প্রতি ব্যাকুলতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার খুব কষ্ট হয়, আমি আর রুবেলকে ভুলে থাকার অভিনয় করতে পারছি না। আমার সত্যিই অনেক কষ্ট হয়। কেউ রুবেলকে এনে দাও, একবারের জন্য, শুধু একবারের জন্য। আমি দু চোখ ভরে আমার বাবুটাকে দেখব-সে যে শুধুই আমার, আমার, আমার, আমার, আমার আর কারো না।
রুবেলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার পরও স্ট্যাটাস দেওয়ার বিষয়টি জানতে চাইলে হ্যাপি বলেন, ‘সব সময়ই মনে পড়ে (রুবেলকে) প্রকাশ করতে পারছি না। পোস্টও করি না। আমি স্ট্রং (শক্ত) থাকার চেষ্টা করি।
গত বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী শিশু নির্যাতন আইনে (মামলা নম্বর ৩৭) রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি
মামলার বিবরণে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ডিসেম্বর হ্যাপির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন রুবেল। সময় হ্যাপি তাকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল। ঘটনার পর ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। ওই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন রুবেল
পরে গত জানুয়ারি মামলায় রুবেল হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
দুদিন কারাগারে থাকার পর পুনরায় জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন
চলতি বছরের ২০ মে হ্যাপির করা নারাজি আবেদন খারিজ করে জাতীয় ক্রিকেট দলের পেস বোলার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top