ট্রেড লাইসেন্স পেল ই-ক্যাব

S M Ashraful Azom
বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রেড অ্যাসোসিয়েশন লাইসেন্স পেয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এর মধ্য দিয়ে দেশের প্রথম ই-কমার্স ট্রেড সংগঠন হিসেবে স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।

ট্রেড অ্যাসোসিয়েশন হিসেবে সরকারের কাছ থেকে স্বীকৃতি পাওয়ায় ই-ক্যাবের সব সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ।
 
তিনি বলেন, ই-ক্যাবের লাইসেন্স প্রাপ্তি আমাদের সকলের জন্য একটি  ভালো সংবাদ। ই-কমার্স এখন আর কোনো বিলাসবহুল পণ্য নয়, এটি আমাদের জন্য অত্যন্ত জরুরী একটি ব্যবসায়িক খাত। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ছোট বড় এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসার আওতায় আসবে।

তিনি আরও বলেন, এশিয়ার অন্যান্য দেশগুলোতেও এখন ই-কমার্স ব্যাপক হারে বিকাশ লাভ করেছে। বাংলাদেশে একটু দেরিতে বিকাশ লাভ শুরু হলেও এর জনপ্রিয়তা এখন বাড়ছে। ই-কমার্স নিয়ে যে কোনো সমস্যার সমাধান দেবে ই-ক্যাব।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top