আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বলে অর্ধশত করে নতুন রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরা। বুধবার পাকিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়েছেন তিনি। এদিন পেরেরা ২৫ বলে ৬৮ রান করে আউট হন। তার এ ইনিংসে ছিলো ১৩টি চারের মার ও ২টি ছয়ের মার।
কুশলের এটি তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স ১৬ বলে হাফ সেঞ্চুরি করে এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন সনাথ জয়সুরিয়া। তিনিও ১৭ বলে অর্ধশত করেছিলেন। তবে তিনি আউট হয়েছিলেন ৭৬ রান করে।
তবে মজার বিষয় হচ্ছে, কুশল পেরেরা ও জয়সুরিয়া উভয়েই তাদের এ কৃতিত্ব অর্জন করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। এখন স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে ৫ ম্যাচের ওডিআই সিরিজ চলছে। বুধবার ছিলো সিরিজের দ্বিতীয় ম্যাচ।