/*------Layout (No Edit)----------*/

ঢাকায় পৌঁছেছে প্রোটিয়ারা

S M Ashraful Azom
বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে  ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে চড়ে মঙ্গলবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটে
তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


মঙ্গলবার সকালে প্রোটিয়াদের ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও দুবাইয়ে ফ্লাইট মিস করায় তা আর হয়ে উঠেনি।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গিয়ে বিশ্রাম নেবে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বুধবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাদের অনুশীলন শুরু হবে।

টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরুর কারণে প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলটি ঢাকায় এসেছে। এরপর পর্যায়ক্রমে তাদের ওয়ানডে এবং টেস্ট দলের বাকী সদস্যরা বাংলাদেশে আসবেন।

সফরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ০৫ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ০৭ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফর করে ২০০৮ সালে। সেবার স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলে অতিথিরা।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পারনেল, ডেভিড উইসি, এডি লি, বিউরান হেন্ডরিকস, অ্যারণ ফাঙ্গিসো ও ক্যাবিসো রাবাদা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top