‘সুশাসনের জন্য মোদীর মোবাইল ফোন অ্যাপস ইন্ধনের মত’

S M Ashraful Azom
ভারতের একজন প্রযুক্তি বিশারদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোবাইল ফোন অ্যাপের প্রশংসা করে বলেছেন, সুশাসনের জন্য এটি একটি আগুনের বাক্সের মতো, যা সহজেই জ্বলে উঠতে পারে।

গত জুনে প্রধানমন্ত্রী মোদীর মোবাইল ফোন পর্যালোচনাকারী প্রযুক্তি লেখক কৃষ রাঘবের মতে, মোদীর গুগল প্লে স্টোর, ফ্রি নামের নিউ অ্যাপে নানা ধরণের বিষয় রয়েছে। সোয়াইপের উপরে আছে নতুন নতুন নির্দেশনা, নীচে আছে অ্যাপস ফিড। এর বাম দিকে আছে তার সরকারের অনুমোদিত নানা প্রকল্প আর ডানদিকে আছে নতুন নতুন প্রকল্প অনুসন্ধান। যা দেশ পরিচালনা ও সুসাশনের জন্য ইন্ধন বাক্সে মতো। আর এসকল বিষয়ে আপনি অনুমোদন ছাড়া শেয়ারও করতে পারবেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top