ইউসিবিএল কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

S M Ashraful Azom
প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কোতয়ালী থানায় দুদকের উপ-পরিচালক মো. নাসিরউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
 
মামলায় অভিযুক্তরা হলেন, ইউসিবিএলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নয়া বাজার শাখার সাবেক শাখা প্রধান আলী হায়দার, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. ইউনুস ও এফএস প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক ফাহমিদা সুলতানা।
 
মামলার এজাহারে বলা হয়েছে, মামলার আসামি ফাহমিদা সুলতানা ও তার স্বামী মো. নুরুল ইসলাম (মৃত) পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ১৭ কাঠা জমির ভুয়া কাগজপত্র দেখিয়ে এফএস প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষে সুদ আসলসহ ছয় কোটি ৮১ লাখ ৪২ হাজার ১০৪ টাকা ঋণ উত্তোলনপূর্বক আত্মসাত্ করেন। তাদের সঙ্গে ইউসিবিএলের সাবেক ওই দুই কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ৭ ডিসেম্বর মো. নুরুল ইসলাম মারা যাওয়ায় এ দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top