বিল নার্সারি স'াপনও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় জামালপুরের বকশীগঞ্জে বিল নার্সারি হতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সিরাডাংগা বিলে পোনামাছ অবমুক্ত করেন বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার পাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ইউনুস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ প্রমুখ উপসি'ত ছিলেন।
জানাযায়, বিল নার্সারি প্রকল্পের আওতায় সিরাডাংগা বিলে ১২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
জানাযায়, বিল নার্সারি প্রকল্পের আওতায় সিরাডাংগা বিলে ১২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।