একটা সময় ব্যাপারটা পুরোপুরিই সত্যি ছিল। সব ফরম্যাটেই সাকিব আল হাসানই ছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রধানতম ভরসা। গত বছর দুই টেস্ট বা ওয়ানডেতে এই রূপটা একটু বদলেছে। আরও অনেকেই এখন ম্যাচ জেতাচ্ছেন। তবে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানই শেষ ভরসা বলে মনে করা হয়। তবে গতকাল সৌম্য সরকার বললেন, সাকিব তাদের সবচেয়ে বড় ভরসা; কিন্তু দল সাকিব-নির্ভর নয়।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সাকিব স্বরূপে পুরোটা খেলতে পারলে ফল অন্যরকম হতো, এটা সৌম্যও মানছেন। তবে তিনি বলছেন, সাকিবের ওপর এই চাপ তৈরি হওয়াটাই উচিত হয়নি। তাদের ওপরের দিকে ব্যাটসম্যানদেরই কাজটা এগিয়ে রাখা উচিত ছিল, 'অবশ্যই। সাকিব ভাই যদি শেষ করে আসতে পারতো। বা তার ওপরের দিকে আমরা যারা ছিলাম, আমরা কেউ ভালো করলে হয়তো আরও ভালো হতে পারতো, হয়তো সাকিব ভাই পর্যন্ত যাওয়াই লাগতো না। আমরা ওপরের দিকে আরেকটু স্কোর করতে পারলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য ইজি হতো।'
বাংলাদেশের সাকিব-নির্ভরতা গত কয়েক মাসে একটু কমেছে; এটা নিশ্চয়ই সাকিবের জন্য এবং দেশের জন্য বিরাট একটা সুখবর। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে সাকিব ছাড়াও এখন অনেকে পারফর্ম করছেন। তামিম, মুশফিক, মাশরাফির মতো সিনিয়ররা আছেন। সৌম্য, সাব্বির, মুস্তাফিজ বা তাসকিনের মতো জুনিয়ররা আছেন। কিন্তু টি-টোয়েন্টিতে এখনও কার্যত বাংলাদেশের প্রধান ভরসা সেই পুরনো সাকিবই।
পরিসংখ্যানই বলে, সাকিব বাংলাদেশের জন্য এই ফরম্যাটে কতোটা সিংহভাগ প্রয়োজনীয় পারফর্মার। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাও সাকিবের ব্যাটে ভর করেই জিতেছে বাংলাদেশ। সাকিবের ব্যাট টি-টোয়েন্টিতে ইদানীং আগে যে কোনো সময়ের চেয়ে চওড়াও হয়ে উঠেছে ।
টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তার ২০০৬ সালে। ২০১২ সাল পর্যন্ত মোটামুটি ছিল পারফরম্যান্স। আর সে বছর বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৪টা ম্যাচ খেলে গড়ে ৪৩.৭২ রান করেছেন; এই সময়ে স্ট্রাইকরেট ছিল তার ১৪২.৩০। যেখানে সাকিবের ক্যারিয়ার টি-টোয়েন্টি গড় মাত্র ২৪.৫১।
সেই সঙ্গে আছে বিশ্বের বিভিন্ন লিগে দাপটের সঙ্গে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে সাকিবের অভিজ্ঞতাও। সেটাকে অনেক বড় সম্পদ মেনেও সৌম্য বলছেন, তারা পুরোপুরি সাকিব-নির্ভর দল এখন আর নন, 'আসলে টি-টোয়েন্টিতে উনি আমাদের সবার চেয়ে বেশী অভিজ্ঞ। উনি আমাদের সাপোর্ট দেয় সে অনুযায়ী। কী করতে হবে, এসব বলে। তবে ওনার উপরেই যে আমরা পুরো ডিপেন্ডেবল তা কিন্তু না। হয়তো বা আগে ছিল। এখন কিন্তু সবাই পারফর্ম করে। তবে উনি ভালো করলে অনেক ভালো হয়। ওনার কাছ থেকে আমরা যারা জুনিয়র আছি, অনেক কিছু শিখছি। উনি আমাদের যেভাবে বলে, যে প্লান দিচ্ছে, সেটা আমরা নিতে পারলে ভবিষ্যতে ভালো হবে।'