গরু জবাই: এক মুসলিমকে রক্তাক্ত করলো হিন্দু দুর্বৃত্তরা

S M Ashraful Azom
নয়াদিল্লি: ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে গরু জবাই করার ভিত্তিহীন অভিযোগে এক মুসলিমকে নির্দয়ভাবে পিটিয়েছে উগ্রপন্থী একটি হিন্দু সংগঠনের সদস্যরা।

রিয়াজ নামে ওই মুসলিমকে নির্দয়ভাবে পেটানোর এক হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে।

বিয়ন্ডহেডলাইনসডটইন নামের এক ওয়েবসাইটের  পোস্ট করা এই ভিডিওতে দেখা যায়, গরু জবাই করার অভিযোগে ভারতের উগ্রপন্থী হিন্দু সংগঠন বজরঙ্গ দলের সদস্যরা রিয়াজমে নির্মম ও নির্বিচারে পেটাচ্ছে।


ভিডিওতে দেখা যায়, বজরঙ্গ দলের কিছু ক্ষুদ্ধ যুবক রিয়াজকে রাস্তার জনতার মাঝে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এবং কোমরের বেল্ট খুলে পেটাচ্ছে।

ভিডিও আরো দেখা যায়, রিয়াজের নাক-মুখ দিয়ে অঝোরে রক্ত পড়ছে। ক্ষুদ্ধ যুবকদের বারবার উচ্চস্বরে বলতে শোনা যাচ্ছে, গো হত্যা কর রাহা থা। ইয়েহি আনজাম হোগা গো হত্যা করনে ওয়ালো কা (সে গরু হত্যা করছিল। যে গরু হত্যা করবে তার সাথে এমন আচরণই করা হবে)।

রিয়াজ বলেন, তিনি মুজাফফরনগরের শ্যামলিতে থাকেন এবং যেখানে গরু জবাই করা হচ্ছিল, সেখানে তিনি এমনিতেই বসে ছিলেন।


অপর এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ কনস্টেবল রিয়াজকে গ্রেপ্তার করছে। এই ঘটনায় বজরঙ্গ দলের সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

স্থানীয় সুশীল সমাজ মুজাফফরনগরে এই ধরণের সাম্প্রদায়িক টানাপড়েন সৃষ্টির জন্য ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ও বিজেপি সরকারকে দোষোরোপ করেছে।

রিহায়ী মঞ্চ নামের একটি সংগঠনের প্রতিনিধি রাজিব যাদব বিয়ন্ডহেডলাইনসকে বলেছে, যেভাবে একজন মুসলিম যুবককে শহরের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হলো এবং দু’ঘণ্টা ধরে নির্দয়ভাবে পেটানো হলো এবং বজরঙ্গ দলের সদস্যরা যেভাবে মুসলিম সম্প্রদায়ের উপর অন্যায়-অবিচার চালিয়ে যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে, ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ও বিজেপি সরকার দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তার করা দুরে থাক, পুলিশ উল্টো ভুক্তভোগী রিয়াজকে হাজতে ভরে রেখেছে।

সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top