পল্লী উন্নয়ন ত্বরান্বিত করা হবে: খন্দকার মোশাররফ

S M Ashraful Azom
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের(এলজিআরডি) দায়িত্ব পেয়েছেন।
 
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘আমার প্রথম ও প্রধান কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মসূচি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বাস্তবায়নের মাধ্যমে পল্লী উন্নয়ন ত্বরান্বিত করা। নতুন দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে এ মন্ত্রণালয় পরিচালনা করা হবে। এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রামের উন্নয়নের সুযোগ রয়েছে। এই কাজ করার সুবাদে গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত জনপদ গড়ে তোলা হবে।’’
 
সদ্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘আমার কর্মজীবনও শুরু হয়েছিল এই মন্ত্রণালয়ে কাজ করার মধ্য দিয়ে। আপাতত আমি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করব।’
 
বিকেলে ফরিদপুর শহরতলির বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিলে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শহর যুবলীগ, মহিলালীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top