দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইগারদের আসন্ন হোম সিরিজে টি-টোয়েন্টি ও ওয়ানডের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজে টাইগারদের বিপক্ষে প্রোটিয়ারা দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।
সিরিজ শুরুর আগে ৩ জুলাই ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
এরপর ৫ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ৭ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুই দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচগুলো শুরু হওয়ার কথা থাকলেও নতুন সময় করা হয়েছে দুপুর ১টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১০ জুলাই মিরপুরে গড়াবে। ১২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
দিবা-রাত্রির ম্যাচগুলোর আগের সময় ছিল দুপুর আড়াইটায়। তবে পরিবর্তন করে ম্যাচগুলো নেয়া হয়েছে দুপুর ১২টায়।
এপর ২১-২৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজে টাইগারদের বিপক্ষে প্রোটিয়ারা দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।
সিরিজ শুরুর আগে ৩ জুলাই ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
এরপর ৫ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ৭ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুই দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচগুলো শুরু হওয়ার কথা থাকলেও নতুন সময় করা হয়েছে দুপুর ১টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১০ জুলাই মিরপুরে গড়াবে। ১২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
দিবা-রাত্রির ম্যাচগুলোর আগের সময় ছিল দুপুর আড়াইটায়। তবে পরিবর্তন করে ম্যাচগুলো নেয়া হয়েছে দুপুর ১২টায়।
এপর ২১-২৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।