নিঃসন্দেহে
তিনি সব ফরম্যাটেই বর্তমান বিশ্বের ভয়ঙ্করতম ব্যাটসম্যানদের একজন। এই এবি
ডি ভিলিয়ার্সকে থামানোর ব্যাপারে সিরিজের আগে বাংলাদেশের কোচ চান্দিকা
হাতুরুসিংহে বলেছিলেন, প্রার্থনা করা ছাড়া উপায় দেখেন না তিনি। হঠাৎ করেই
সেই ডি ভিলিয়ার্স প্রতিপক্ষের তালিকায় নেই, এর চেয়ে সুসংবাদ আর কি হতে
পারে!
এই
ব্যাটসম্যানের অনুপস্থিতিতে নিজেদের আনন্দটা বাংলাদেশ মোটেও লুকানোর
চেষ্টা করছে না। বুধবার সংবাদ সম্মেলনে তামিম খোলামেলাই বললেন, ‘ডি
ভিলিয়ার্সে মতো প্লেয়ার যদি প্রতিপক্ষ একাদশে না থাকে, বাংলাদেশ হোক
অস্ট্রেলিয়া, যে কোনও টিমের জন্য সুখবর। কারণ ও এমন প্লেয়ার যে একাই খেলাটা
শেষ করে দিতে পারে। অনেক সময় এমনও হয় ধরেন ওকে ফোকাস করতে গিয়ে অন্যকে
ফোকাস করা হয় না।'
এর
আগে মঙ্গলবার রাতে নিশ্চিত হয় যে, টি-টোয়েন্টি দিয়েই শেষ হচ্ছে এবি ডি
ভিলিয়াসের্র এবারের বাংলাদেশ সফর। তাকে নিয়মিত অধিনায়ক করেই বাংলাদেশ সফরের
ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এতে না খেলেই দেশে
ফিরে যাচ্ছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।
ডি
ভিলিয়ার্সের জায়গায় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন তার ডেপুটি ও টেস্ট অধিনায়ক
হাশিম আমলা। তার বদলে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা লেগ
স্পিনার এডি লি।
গত বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। ১২ মাসের মধ্যে সেটি ছিল স্লো ওভার রেটের কারণে তার দ্বিতীয়বার অভিযুক্ত হওয়ার ঘটনা।
বিশ্বকাপের
পর দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে হবে শুক্রবার মিরপুরে। ওই ম্যাচেই
কার্যকর হওয়ার কথা ডি ভিলিয়ার্সের নিষেধাজ্ঞা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার
ফেসবুক পাতায় জানানো হয়, টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজ থেকেই ডি ভিলিয়ার্সকে
বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ
আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো জানান, সামনে ব্যস্ত সূচিকে মাথায় রেখেই এই
সিদ্ধান্ত, ‘এবির উপস্থিতি এবং দলে ওর অবদান আমরা মিস করব। কিন্তু সামনে
ব্যস্ত সূচি আমাদের। আর আমাদের মনে হয়েছে পরের প্রজন্মের ব্যাটসম্যানদের
পরখ করার জন্য এটি ভালো একটি সুযোগ। তাছাড়া সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রীর
পাশে ওর থাকার ব্যাপারটিও আমাদের মাথায় রাখতে হবে।’
মূল
কারণ হয়তো কোচের শেষ কথাটিই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার
জন্য টেস্ট সিরিজের দলে আগে থেকেই ছিলেন না ডি ভিলিয়ার্স। এখন প্রথম
ওয়ানডে যেহেতু খেলতেই পারবেন না, এজন্য হয়তো স্ত্রীর পাশে থাকার জন্য পুরো
সিরিজই বিশ্রাম দেওয়া হল তাকে।