প্রণবের ১ মাসের ফোন বিল ৫ লাখ ৬ হাজার রুপি

S M Ashraful Azom
ভারতের প্রেসিডেন্ট ভবনের এক মাসে টেলিফোন বিল আসে পাঁচ লাখ ছয় হাজার রুপি। সম্প্রতি তথ্য অধিকার আইনের (আরটিআই) বলে দেশটির গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন খরচপাতির হিসাব জানতে চান মনসুর দরবেশ নামের এক ব্যক্তি। প্রেসিডেন্ট ভবনের খরচ জানার আগেও মনসুর দরবেশ বিভিন্ন তথ্য জানার জন্য আবেদন জানিয়েছেন। কিছুদিন আগে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে কতজন সঙ্গী ছিলেন এবং কত খরচ হয়, তা জানতে চেয়ে প্রথম খবরের শিরোনামে আসেন তিনি। দেশটির প্রেসিডেন্ট ভবনের প্রেস সচিব গত রোববার দুপুরে ই-মেইলের মাধ্যমে মনসুর দরবেশের কিছু প্রশ্নের জবাব পাঠান। মনসুর জানান, চলতি বছরের মে মাসে ভারতের প্রেসিডেন্টর টেলিফোন বিল এসেছে পাঁচ লাখ ছয় হাজার রুপি। এপ্রিল মাসেও এর পরিমাণ একই ছিল। আর মার্চ মাসে চার লাখ ২৫ হাজার রুপি খরচ আসে। আর বিভিন্ন খাতে ২০১২-১৩ সালের জন্য ভারতের প্রেসিডেন্ট ভবনের ভাতা ছিল ৩০ কোটি ৯৬ লাখ রুপি। ২০১৪-১৫ সালে সেই ভাতা ৩৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪১ কোটি ৯৬ লাখ রুপি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top