হ্যারি পটারের বাংলাদেশি মেয়েটির বদলে যাওয়া নিয়ে তোলপাড়!

S M Ashraful Azom


হ্যারি পটার সিরিজে পাটিল জমজদের একজনের ভূমিকায় অভিনয়কারী বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী আফসান আজাদের বদলে যাওয়া চেহারা দেখে হ্যারি পটার ভক্তরা ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন চলতি সপ্তাহের শুরুর দিকে।
হ্যারি পটারের হগওয়ার্টস শিক্ষার্থী পদ্মপাতিলের ভুমিকায় অভিনয়কারী এই তরুণ তারকাকে এখন আগের চেয়ে অনেক বেশি বয়স্ক এবং একদমই ভিন্ন চেহারার মনে হচ্ছে।
তবে এই তরুণ মডেল-কাম অভিনেত্রী নিজেররুপান্তরে একদমই বিস্মিত নন। তিনি বরং ভক্তদের প্রতিক্রিয়া দেখেই তাজ্জব বনে গেছেন

সম্প্রতি বাজ ফিড নামের একটি পোর্টাল তার ওই বদলে যাওয়া চেহারা নিয়ে সর্বপ্রথম একটি নিবন্ধ প্রকাশ করে। ওই নিবন্ধের লিঙ্কটি শেয়ার করে বর্তামানে ২৭ বছর বয়সী আফসান টুইট করেন, “আমাকে নিয়ে যতটা মাতামাতি করা হচ্ছে তেমনটা করার কি কোনো যৌক্তিক কারণ আছে!? আমি এর নিন্দা করছি না। তবে এটাও মাথায় রাখতে হবে তখন আমার বয়স ছিল মাত্র ১৬!!”
ভক্তরা তার প্রতি যে অগাধ ভালোবাসা দেখাচ্ছে তার জন্যও আফসান রবিবারের টুইটে সকলকে ধন্যাবাদ জানান। তবে পাশাপাশি এও স্মরণ করিয়ে দেন যে, তার এই নতুন চেহারা কোনো যাদুবলে আসেনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top