অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আল্লাহ সকল
মানুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছেন। তাদের সমানভাবে বিকাশের সুযোগ
দরকার। এজন্য সকলের শিক্ষা নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার
সন্ধ্যায় সিলেট কবি নজরুল অডিটরিয়ামে চা-বাগানের মাতৃ-পিতৃহীন
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অর্থসহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা
বলেন।
মন্ত্রী
বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে ব্যাপক
হারে অর্থ খরচ করছে। তবে প্রাথমিকে প্রতিটি শিশুকে পাঠানো সম্ভব হলেও
মাধ্যমিকে এখনো সম্ভবপর হয়নি। আশা করা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে
প্রতিটি শিশুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’
সমাজসেবা
অধিদফতর পরিচালিত ও ইউনিসেফ এর সহায়তাপুষ্ট চাইল্ড সেনসিটিভ স্যোশাল
প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার ১২টি
চা বাগানের ৪৩২ পরিবারের মধ্যে ৫১ লাখ ৮৪ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতর জেলার উপ-পরিচালক ইব্রাহীম আল মামুন মোল্লা।
এতে
জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের জেলা প্রশাসক মো.
জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ অতিথি
ছিলেন।