আইসিটি
খাতের ওপর জোর দিলে দেশে দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘দুর্নীতি কমাতে আমরা
আইসিটির ওপর জোর দিচ্ছি।’
বৃহস্পতিবার
রাজধানীর শেরে বাংলানগর অর্থমন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ৭ম
পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিল প্রণয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুহিত
বলেন, ‘বর্তমানে দেশের আর্থিকখাত গুলোতে বিপর্যয় চলছে, সেগুলো আমরা কাটিয়ে
ওঠার চেষ্টা করছি। রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপির এক ভাগেরও বেশি ক্ষতি
হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ রাজনৈতিক অস্থিরতা চায় না। এ অস্থিরতা
কেটে গেলে তা এমনিতই কেটে যাবে। আর পদ্ধতিগত দুর্নীতি না থাকলে জিডিপির
প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বেড়ে যেতো।’