এবার ঈদে জমজ-৩
নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম। এখানেও একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করতে
দেখঅ যাবে। এর আগে ’জমজ’র পর ‘জমজ-২’ নাটকটিও দর্শকের কাছে দারুণ জনপ্রিয়
হয়েছিল। এবার আসছে পরবর্তী কিস্তি। নাম ‘জমজ-৩’। এবারও নাটকে তিনটি ভিন্ন
ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। এটির চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ। আর
পরিচালনায় আছেন আজাদ কালাম।
মোশাররফ করিম বলেন, নাটকটিতে ধারাবাহিকতা থাকছে আগের নাটকগুলোর। আর একসঙ্গে তিনটি চরিত্র ধারণ করাটাও বেশ মজার।
নাটকে তার সঙ্গে আছেন প্রসূণ আজাদ। এটি রোজার ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে রাত ৭ টা ৫০ মিনিটে প্রচার করা হবে।