বিশ্বকাপ
চ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে বৃহস্পতিবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে
এসেছে আর্জেন্টিনা। গত বছর বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে এবং গত সপ্তাহে
কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পরও ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান
দখল করল আর্জেন্টিনা। আর ১১৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৬৯তম।
কোপা
আমেরিকার ফাইনালে উঠে দুই পয়েন্ট অর্জন করে সাত বছরের মধ্যে প্রথমবার
র্যাঙ্কিয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ায় আট
ধাপ এগিয়ে ১১ নম্বরে অবস্থান করছে চিলি।
রোমানিয়া
চার ধাপ এগিয়ে অষ্টম, ইংল্যান্ড ছয় ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে। আর
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বেলজিয়ামকে হারিয়ে ১২ ধাপ এগিয়ে
শীর্ষ দশ এ জায়গা করে নিয়েছে ওয়েলস।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১৩ ধাপ নেমে এখন ২২ নম্বরে অবস্থান করছে।
র্যাঙ্কিং (পয়েন্ট, অবস্থান পরিবর্তন)
১.আর্জেন্টিনা ১৪৭৩ (+২)
২. জার্মানি ১৪১১ (—১)
৩. বেলজিয়াম ১২৪৪ (—১)
৪. কলম্বিয়া ১২১৭ (-)
৫. নেদারল্যান্ডস ১২০৪ (+১)
৬. ব্রাজিল ১১৮৬ (-১)
৭.পর্তুগাল ১১৭৭ (-)
৮.রোমানিয়া ১১৬৬ (+৪)
৯. ইংল্যান্ড ১১৫৭ (+৬)
১০.ওয়েলস ১১৫৫ (+১২)
সূত্র: এএফপি