সরকার স্থিতিশীল থাকলে মানুষের চাহিদা পূরণ করা যায় : আনোয়ার হোসেন মঞ্জু

S M Ashraful Azom
পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মহান আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করা সম্ভব নয়। তার ইচ্ছায় সব কিছু চলে। তিনি ক্ষমতা দান করেন, ক্ষমতাসীন করেন, আবার গদিচ্যুতও করেন। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া ও জিয়ানগরের একাধিক সমাবেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হয়। যদি সরকার স্থিতিশীল থাকে তাহলে মানুষের চাহিদা পূরণ করা যায়। এই জন্য ঝগড়া-বিবাদ বন্ধ করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাব।
 
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এরকম এক সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগের টুঙ্গীপাড়া উপজেলা দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক প্রমুখ। ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপুর সভাপতিত্বে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সকালে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে চড়াইল ঘোষের খালের উপর ত্রাণ মন্ত্রণালয়ের একটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেন। এখানে তিনি মোনাজাতে অংশ নেন। এরপর একই ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের মাঝে ভিজিএফয়ের চাল বিতরণ করেন। এখানে তাঁর উপস্থিতিতে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। এরপর ভাণ্ডারিয়া ইউনিয়ন পরিষদের সামনে সুবিধা বঞ্চিতদের মাঝে তিনি ভিজিএফয়ের চাল বিতরণ করেন। এখানেও তাঁর উপস্থিতিতে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। এ সময় ভাণ্ডারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার উপস্থিত ছিলেন। বিকালে জিয়ানগর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত পা চালিত সেলাই মেশিন ও ভিজিএফয়ের চাল বিতরণ করেন। এখানেও তাঁর উপস্থিতিতে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। এ সময় জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, ইউএনও মীর্জা মোজাহিদুল ইসলাম, উপজেলা জেপির আহ্বায়ক ও পত্তশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পিরোজপুরে জেলা প্রশাসনের ইফতার মাহফিলে পরিবেশ ও বন মন্ত্রী
 
পিরোজপুর অফিস
 
পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
 
জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সচীন কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিক হার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ। এছাড়া ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদীসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতারে অংশ নেন।
 
রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল  হোসেন মাহিম,  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলাউদ্দিন খান, নাগরিক নেতা এ্যাডভোকেট এম এ মান্নান প্রমুখ।
 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আব্দুল্লাহ। ইফতার মাহফিলে পিরোজপুরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top