সমালোচকদের গালে সপাটে
চড়! এই
সুযোগটার জন্যই
অপেক্ষা করছিলেন।
অবশেষে সবুরে
মেওয়া ফলল।
বলিউডের যে
‘এলিট’ অভিনেতা-অভিনেত্রী, পরিচালকরা
সানি লিওনকে
বাঁকা নজরে
দেখতে অভ্যস্ত,
সেইসব ব্যক্তিদের
চোখ কপালে
তুলে সানি
এবার নায়িকা
হতে চলেছেন
বি-টাউনের
সুপারস্টার অক্ষয় কুমারের। একেই বলে
‘Slow but steady wins the race’।
হ্যাঁ, অক্ষয় কুমারের সঙ্গেই ক্যারিয়ারের প্রথম বড় ব্রেক পেতে চলেছেন সানি। সানির ক্যারিয়ারগ্রাফ বলছে, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করা হিরোরা বলিউডের B গ্রেড তালিকাভুক্ত।
অর্থাৎ প্রথম সারির নাম নয়। অনেকেরই ক্যারিয়ার সবে শুরু হচ্ছে। তাও হাল ছাড়েননি সানি। নিজেই অনেকবার আক্ষেপ করেছেন, তাঁর অতীতের জন্যই বলিউডে নামী নায়ক বা পরিচালকরা তাঁকে নিয়ে কাজ করতে চান না। এবার খানিকটা হলেও সেই আক্ষেপ ঘুচল সানির। খুব শিগগিরই অক্ষয়ের পাশে দেখা যাবে সানি লিওনকে।
সানি জানিয়েছেন, একটি টিভি শো-এর শ্যুটিং-এ গোয়ায় ব্যস্ত ছিলেন তিনি।। হঠাৎ একটি ফোন পান। ফোনের ওপারে ছিলেন অক্ষয় কুমার। সুপারস্টারের প্রস্তাবে চমকে ওঠেন সানি। অক্ষয় তাঁর আগামী ছবি Singh is Bling-এ নায়িকা করতে চান সানিকে। প্রস্তাবে এক কথায় হ্যাঁ বলে দিয়েছেন তিনি। খুব শিগগিরই শ্যুটিং শুরু হবে ‘Singh is Bling’। অক্ষয়ের সঙ্গে ছবিতে কাজের জন্য এমনকী টিভি- শো-এর শ্যুটিং থেকে কয়েক দিন ছুটিও চেয়েছেন প্রাক্তন পর্নস্টার
হ্যাঁ, অক্ষয় কুমারের সঙ্গেই ক্যারিয়ারের প্রথম বড় ব্রেক পেতে চলেছেন সানি। সানির ক্যারিয়ারগ্রাফ বলছে, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কাজ করা হিরোরা বলিউডের B গ্রেড তালিকাভুক্ত।
অর্থাৎ প্রথম সারির নাম নয়। অনেকেরই ক্যারিয়ার সবে শুরু হচ্ছে। তাও হাল ছাড়েননি সানি। নিজেই অনেকবার আক্ষেপ করেছেন, তাঁর অতীতের জন্যই বলিউডে নামী নায়ক বা পরিচালকরা তাঁকে নিয়ে কাজ করতে চান না। এবার খানিকটা হলেও সেই আক্ষেপ ঘুচল সানির। খুব শিগগিরই অক্ষয়ের পাশে দেখা যাবে সানি লিওনকে।
সানি জানিয়েছেন, একটি টিভি শো-এর শ্যুটিং-এ গোয়ায় ব্যস্ত ছিলেন তিনি।। হঠাৎ একটি ফোন পান। ফোনের ওপারে ছিলেন অক্ষয় কুমার। সুপারস্টারের প্রস্তাবে চমকে ওঠেন সানি। অক্ষয় তাঁর আগামী ছবি Singh is Bling-এ নায়িকা করতে চান সানিকে। প্রস্তাবে এক কথায় হ্যাঁ বলে দিয়েছেন তিনি। খুব শিগগিরই শ্যুটিং শুরু হবে ‘Singh is Bling’। অক্ষয়ের সঙ্গে ছবিতে কাজের জন্য এমনকী টিভি- শো-এর শ্যুটিং থেকে কয়েক দিন ছুটিও চেয়েছেন প্রাক্তন পর্নস্টার