শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি ছাড়া সকল ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বঙ্গোপসাগরে
সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমন’ ধেয়ে আসার খবরে পূর্বশতর্কতামূলক পদক্ষেপ হিসেবে
বিআইডব্লিউউিটএ’র শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে লঞ্চ,
সিবোট, ট্রলার জাতীয় নৌযান চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিএ’র
শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে
জানান, যাত্রীবাহী লঞ্চ, সি-বোট, ইঞ্জিনচালিত নৌকাগুলোকে ঘাট এলাকায় অথবা
মূল নদী থেকে শাখা নদীতে গিয়ে শক্ত করে বেঁধে রাখার পরার্মশ দেয়া হয়েছে।