চট্টগ্রাম পাহাড় ও দেয়াল ধসে ৬ জনের প্রাণহানি।

Seba Hot News


 চট্টগ্রামে পাহাড় ধসে একই পরিবারের তিন শিশু এবং দেয়াল ধসে দুই শিশুসহ জনের প্রাণহানি হয়েছে
শনিবার দিনগত রাত দুইটার দিকে আমিন কলোনিতে শাহজাহান মিস্ত্রীর ঘরে পাহাড় ধসে পড়লে একই পরিবারের তিন শিশুর প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটে
এর আগে রাত রাত দেড়টার দিকে লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় দেয়াল ধসে মরিয়ম বেগম (৩০) তার মেয়ে সুরাইয়া () এবং একই এলাকার আঁখির () প্রাণহানি হয়। আর পাহাড় ধসের ঘটনায় আরাফাত হোসেন ফরিদ (১২), উম্মে সালম () বিবি মরিয়ম () নামেওই তিন ভাই-বোন মাটিচাপায় মারা যায়
স্থানীয় লোকজন মাটিচাপা পড়া শিশুদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িরনায়েক জাহাঙ্গীর আলম খবর নিশ্চিত করেছেন
অন্যদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন দেয়াল ধসে তিনজনের প্রাণহানির খবর নিশ্চিত করে বলেন, রাতভর টানা বৃষ্টির কারণে পানির ঢলে দেয়াল ধসে পড়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top