পিকেকের ওপর তুরস্কের প্রচণ্ড বিমান হামলা

S M Ashraful Azom
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের (পিকেকে) ওপর প্রচণ্ড হামলা চালাচ্ছে তুরস্কের জঙ্গি বিমানগুলো। খবর রয়টার্সের।
 
গত সপ্তাহে বিমান হামলা শুরুর পর থেকে এটিই কুর্দিদের ওপর সবচেয়ে জোরাল হামলা।
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান কুর্দি বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পর এ হামলা শুরু হয়েছে।
 
তুরস্কের জঙ্গিবিমান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিভিন্ন শিবির, আস্তানা এবং গুহায় হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর কার্যালয়।
 
ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় হামলা।
 
শুক্রবার তুরস্ক ইরাকের আইএস যোদ্ধা এবং পিকেকের বিরুদ্ধে প্রায় অবিরাম হামলা চালিয়েছে।
 
ও দিকে, ন্যাটো জোটও আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের জন্য বিমান ঘাঁটি উন্মুক্ত করে দিয়েছে। একই সঙ্গে তুরস্ককেও আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মঙ্গলবার পূর্ণ রাজনৈতিক সমর্থন দিয়েছে ন্যাটো।
 
তবে তুরস্ক এখন পর্যন্ত আইএস এর তুলনায় পিকেকের ওপরই সবচেয়ে জোরাল হামলা চালিয়ে আসছে। এতে করে কুর্দিদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে তুরস্ক বাধা সৃষ্টি করছে বলেই সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে তুরস্ক সরকার এমন কিছু করার কথা অস্বীকার করে আসছে।
 
তুরস্ক পরিস্কার করে বলেছে, তাদের আইএস-বিরোধী অভিযানে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের হামলার লক্ষ্য করা হবে না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top