বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের বিশ্ববিদ্যালয় অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। এবার তার দেখানো পথেই হাঁটলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। বিশ্ববিদ্যালয় জীবন শুরু করলেন সাব্বির। আর সাকিবের মত তার বিশ্ববিদ্যালয়ও এআইইউবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার এই ঘোষণা দেন সাব্বির। বিশ্ববিদ্যালয়ের দুটি ছবি পোস্ট করে সাব্বির নিজের ভেরিফাইড পেজে লেখেন, ‘আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হল। সবাইকে সমর্থণ যোগানোর জন্য ধন্যবাদ।’