বিয়ে নিয়ে এতদিন গুঞ্জনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। সম্পর্কের বয়সটা খুব বেশিদিন না হলেও এরইমধ্যে বয়ফ্রেন্ড কেলভিন হ্যারিসকে বিয়ে করছেন সুইফট। আর কেলভিনও তার প্রেমের দিক থেকে কম যান না। হবু বউয়ের জন্য পাঁচ লাখ ডলারের এনগেজমেন্ট রিং কিনতে যাচ্ছেন স্কটিশ এই সঙ্গীতশিল্পী।
এনগেজমেন্টে সুইফটের পছন্দের রিং-ই দিতে চান হ্যারিস। প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেইল লেন থেকে ১০ ক্যারেটের এনগেজমেন্ট রিংটির খরচ পড়বে কমপক্ষে পাঁচ লাখ ডলার। হানিমুন বিষয়েও সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এ জুটি। একটি ক্যাম্পার ভ্যানে চড়ে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে চান তারা।
চলতি বছরের শুরু থেকেই এই জুটির প্রেমের গুঞ্জন চলছিল। কিন্তু কেউই স্বীকার করেননি। তবে শেষ পর্যন্ত নিজেরাই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেন। আর এর কয়েক মাসের মধ্যেই জানান দিলেন নিজের বিয়ের কথা। তবে বিয়ের তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে জানা গেছে যুক্তরাষ্ট্রেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে।