অস্ট্রেলিয়া
সফরের আগ দিয়েই বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের চেষ্টা তত্পর
রয়েছেন আয়োজকরা। এ বিষয়ে বিসিবির টুর্নামেন্টে কমিটির চেয়ারম্যান আকরাম খান
বলেছেন, ‘আমরা চাচ্ছি, সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে বিসিএল শুরু হয়ে
যাক। অস্ট্রেলিয়া আসবে ২৮ তারিখে। সে ক্ষেত্রে দুটি রাউন্ড খেলতে পারবে
ছেলেরা। না হলে এক রাউন্ড অন্তত যেন জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে পারে।’
রবিবার
সংবাদ সম্মেলনে এই ইঙ্গিতটা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা
মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবটা খেলা হলো
না। এমন অবস্থায় বিসিএল হলে আমাদের প্রস্তুতি খুব ভালো হবে।’