নাশকতার শঙ্কায় ধরপাকড়, গ্রেফতার ৩২৬

S M Ashraful Azom
নভেম্বরের শুরু থেকেই ধরপাকড় শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। নাশকতার শঙ্কায় এই অভিযান চলছে বলে জানা গেছে। শনিবার ভোর থেকে গতকাল রবিবার ভোর পর্যন্ত সারাদেশে ৩২৬ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা মোটেও উদ্বেগজনক নয়। প্রতিদিনই পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, সন্দেহভাজন আসামিসহ অপরাধীদের গ্রেফতার করে থাকে। এখন সেই অভিযানই চলছে। আগের যে কোন সময়ের চেয়ে সংখ্যা বাড়েনি।
 
এদিকে, বিভিন্ন জেলায় অভিযানে সরকার সমর্থকদেরও দেখা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ করেছেন, সরকার সমর্থক নেতারা থানায় এসে কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে এমন পরামর্শ দেয়ার চেষ্টা করছেন। তাদের কথা না শুনলে সিনিয়র নেতাদের দিয়ে ফোন করিয়ে বকাঝকা করা হচ্ছে। ওসিরা বলছেন, সামনে পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দিতেও অনেকে চাপ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে খুবই বিপাকে পড়তে হচ্ছে পুলিশকে।
 
বিএনপি ও জামায়াতের সাবেক কিছু নেতাও এই অভিযানে গ্রেফতার হয়েছেন। অনেকের পরিবার অভিযোগ করেছে রাজনীতিতে নিষ্ক্রিয় হওয়ার পরও পুলিশ গ্রেফতার করছে।
 
বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, বিএনপি যাতে সংগঠিত হতে না পারে, সে জন্য প্রশাসন গ্রেফতার শুরু করেছে। তারা বলছেন, যখন বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করেন, তখনই সরকার মিথ্যা মামলা ও ধরপাকড় শুরু করে।
 
ধরপাকড় শুরু হওয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, “এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এক কথায় এটাই বলবো- দুর্ভাগ্যজনক, মানে একদলীয় ব্যবস্থার দিকেই সরকার এগোচ্ছে। অর্থাত্ বিরোধী দল কোনোভাবেই সংগঠিত হোক অথবা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের অপরিহার্যতা- এটা সরকার মানতেই চাচ্ছে না। একদলীয় বা ইংরেজিতে বললে, ডোমিনেন্ট ওয়ান পার্টি সিস্টেমটাই এখন সরকারের বিশ্বাসের মধ্যে আছে। এর বাইরে তারা যেতে চায় না।”
 
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, দিনাজপুরে নাশকতা মামলার পলাতক আসামি ২ জামায়াত কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যান্য মামলার ২৩ জনকেও গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভোরে নবাবগঞ্জ থানা পুলিশ নাশকতা মামলার পলাতক আসামি ২ জামায়াত কর্মীকে গ্রেফতার করে। অন্যান্য মামলার ২৩ পলাতক আসামিকে জেলার বিভিন্ন থানা থেকে পুলিশ গ্রেফতার করে। আটক ২৫ জনকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top