চট্টগ্রামে আরো দুই উপজেলায় বিজিবি মোতায়েন

S M Ashraful Azom
চট্টগ্রামের আরো দুই উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলাম সোমবার হরতাল আহ্বান করে।
 
রবিবার সন্ধ্যা থেকে জেলার বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়।
 
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এমারাত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এর আগে রবিবার রাতের প্রথম প্রহরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে সন্ধ্যা থেকে সীতাকুণ্ড ও রাউজান উপজেলা এবং নগরীতে বিজিবি মোতায়েন করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top