মহা নায়িকা সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন। সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন সৈকত নাসির ও সুজিত মন্ডল পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’-এ।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করছেন ওম ও নুসরাত ফারিয়া।
২০ নভেম্বর থেকে কলকাতায় শুরু হয়েছে ছবিটির শুটিং। এ ছবিতে রিয়াকে অভিজাত এবং রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দেখা যাবে।

