‘চলচ্চিত্র ব্যবসা এখন আর জমজমাট নয়’

S M Ashraful Azom
মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান। সম্প্রতি যার নামের সাথে ‘চিত্রনায়িকা’ তকমাটি জুড়েছে সফলতার সাথেই। তার প্রথম চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’ মুক্তি পেল কিছুদিন আগেই। ছবিটির মধ্য দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম-এর অন্তরঙ্গ ছবিতে আলিশার বিপরীতে অভিনয় করেছেন ইমন। চলচ্চিত্রটি প্রসঙ্গে আলিশা বলেন, ‘ভালো লাগছে এখনও হলে ছবিটি চলছে। এটি অনেক বড় একটি প্রাপ্তি। দর্শকদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।’
আলিশা চলতি সময়ে ব্যক্তিগত ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। তবে হাতে বেশকিছু ছবির গল্প আছে। হয়তো খুব শিগগিরই আবারও শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তিনি। এছাড়াও তার অভিনীত ‘প্রেমের কাজল’ শিরোনামের একটি চলচ্চিত্রের বাকি অংশের কাজ শুরু করবেন।
‘অন্তরঙ্গ’ ছবিটিতে অভিনয় ছাড়া প্রযোজনার সাথেও যুক্ত ছিলেন আলিশা। দেশের চলচ্চিত্রের বর্তমান ব্যবসা ও সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ব্যবসায় অনেক কিছুতে অভাব থেকে যাচ্ছে। সেটা হল থেকে শুরু করে মৌলিক গল্প পর্যন্ত। চলচ্চিত্র ব্যবসা এখন আর জমজমাট নয়। তবে আমাদের সম্ভাবনা রয়েছে।’
আলিশা ছোটপর্দা ছেড়েছেন প্রায় দুই বছর আগেই। তবে বিজ্ঞাপনে এখনও কাজ করছেন তিনি। আগামীতে দু’টি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top