‌‘বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করবে নেইমার’

S M Ashraful Azom
নেইমারের পিতা সিনিয়র নেইমার বলেছেন, তার পুত্র বার্সেলোনার সঙ্গেই চুক্তি নবায়ন করবে। তবে এ জন্য ব্রাজিলীয় সুপারস্টারের কোন তাড়া নেই।
বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনো তিন বছর বাকী রয়েছে। তবে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে আদাজল খেয়ে নেমেছে। যে কারণে ২৩ বছর বয়সী নেইমার বার্সাতেই থাকবেন বলে বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন তার পিতা। পাশাপাশি বিশ্বসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি-অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় নেইমারের নাম দেখে উচ্ছাস প্রকাশ করেছেন তিনি। 
লা লিগা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সিনিয়র নেইমার বলেন, আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা বার্সেলোনার সঙ্গেই চুক্তি নবায়ন করব। এখনো বার্সায় তার চুক্তির মেয়াদ আরো তিন বছর রয়েছে। এ জন্য তাড়াহুড়োর কিছু নেই। সে কারণে আমরা যথেষ্ট নির্ভার রয়েছি। কারণ এখানে সে আরো অনেক বছর কাটাবে। সে বার্সেলোনায় বেশ ভাল এবং খুশিতে আছে। তাই দল বদলের কোন প্রয়োজনীয়তা নেই।
বর্তমানে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সঙ্গে চার পয়েন্টের ব্যবধান রচনা করে লা লিগার তালিকায় শীর্ষে থাকা কাতালান দলের ১৪ গোল নিয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন নেইমার। বাসস। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top