তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের চোরাই তেলের বাণিজ্যের প্রমাণ পেশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাতোলে আন্তোনভ জানান, সিরিয়া ও ইরাক থেকে আইএস’র পাচার করা তেলের প্রধান ক্রেতা তুরস্ক। তার কথার পক্ষে প্রমাণ হিসেবে স্যাটেলাইটে ধারণ করা চিত্র উপস্থাপন করা হয়েছে। সেখানে সিরিয় সীমান্ত দিয়ে তুরস্কে চোরাইপথে তেল ঢোকার প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, সিরিয় সীমান্তে আইএস’র তেলবাহী লরিতে বোমা হামলা চালিয়ে ফিরে যাওয়ার সময় একটি রুশ বিমান ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনার পর এরদোগানের সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার অভিযোগ আনে রাশিয়া।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তেল চোরাচালানে সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারলে এরদোগান পদত্যাগ করবেন। সেই সঙ্গে বলেন, রাশিয়া প্রমাণ না করতে পারলে পুতিনের উচিত হবে পদত্যাগ করা।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।