বাংলাদেশের গরীব শিশুদের জন্য প্রিয়তির অভিনব আহ্বান

S M Ashraful Azom
0
বাংলাদেশি মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি এখন আয়ারল্যান্ডের তারকা। ‘মিজ আয়ারল্যান্ড ২০১৪’ খ্যাত এই তারকা এবারের ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন আবারো।
 
প্রিয়তি আয়ারল্যান্ডে বসবাস করলেও মনটা তাঁর পড়ে থাকে বাংলাদেশেই। আর তাই ফেসবুকে বন্ধু হতে আগ্রহীদের কাছে জানালেন বাংলাদেশি দরিদ্র শিশুদের সাহায্য করার আহ্বান।
 
ক্রমাগত তাঁর ফেসবুকে ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন ফেসবুক খুলেই দেখেন অসংখ্য মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট। কখনো গ্রহণ করেন কখনো গ্রহণ করেন না। তবে ভক্তদের এত রিকুয়েস্ট দেখে সবার কাছে এক অভিনব আবেদন করে বসলেন প্রিয়তি।
 
গতকাল প্রিয়তি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, শুটিং এর ফাঁকে ফেসবুক এ একটু চোখ বুলাতে আসলাম। দেখি আবার ও ম্যাসেজ এর লম্বা একটা লিস্ট কিন্তু সবারই এক এ চাওয়া। ফ্রেন্ড লিস্ট এ এড হওয়া। আমার ফেসবুক লিস্ট এ আপনি থাকতে পারবেন, তার জন্য আপনার একটু ছোট কাজ করতে হবে প্লিজ। সেটা হলো, বাংলাদেশে একটি গরিব বাচ্চার পড়াশোনা করার খরচের স্পন্সর হন। মাসিক সর্বনিম্ন ৫০০ টাকা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী যতখানি পারেন। ৫০০ টাকা খুব একটা বেশি না অনেকের জন্য। আমাদের দেশ এ এখন নিজের খরচে অনেকেরই কিছু সংস্থা আছে যারা শুধু নিজেদের তাগিদে গরিব মানুষদের উপকার করছে, তাদের পড়াশুনার জন্য সাহায্য করছে।আপনি চাইলে তাদেরকে সহযোগিতা করুন অথবা নিজেই কাউকে সাহায্য করুন। তারপর আমাকে জানান, আমি নিজেই আপনাকে এড করে নিব। প্রিয়.কম।
 
তিনি আরও লিখেন, আশা করছি আমাকে ভুল বুঝবেন না। আমরা সবাই সবার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top