ঢাকাকে হারিয়ে কুমিল্লার প্রতিশোধ

S M Ashraful Azom
শেষ বেলার চাপটা নিতে পারেনি ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যানরা। বিশেষ করে আবু হায়দার রনির ১৯তম ওভারটাই চাপ হয়ে যায় দলটির জন্য। শেষ দুই ওভারে ঢাকার প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু রনি তার ওভারে দিয়েছেন ৮ রান, নিয়েছেন একটি উইকেটও। শেষ ওভারে ১৭ রান করে আর জয় পাওয়া সম্ভব হয়নি ঢাকার পক্ষে।
বিপিএলে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১৪২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩১ রানে  থেমেছে ঢাকার ইনিংস। ফলে ১০ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাঙ্গাকারা-নাসিরদের। বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী দিনে ঢাকার কাছে ছয় উইকেটে হেরেছিল কুমিল্লা। এই জয়ের মধ্য দিয়ে সেই হারের প্রতিশোধ নিল মাশরাফি বাহিনী।
এই জয়ে ছয় ম্যাচে (চার জয়) আট পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটসের অবস্থান চতুর্থ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top