
ফেসবুকে তিনি লিখেছেন, এ বছর তার ব্যক্তিগত চ্যালেঞ্জ হলো কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরল একটি যন্ত্র তৈরি করা। এই যন্ত্রটি হবে অনেকটা হলিউড সিনেমা আয়রন ম্যানের ‘জারভিস’ চরিত্রটির মতো যা ঘরের কাজ করতে পারে।
গত মাসে কন্যা সন্তানের বাবা হওয়ার পর তিনি ফেসবুকের মালিকানার ৯৯ ভাগ দান করে দেয়ার ঘোষণা দেন।
জাকারবার্গ বলেন, তিনি যে প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করবেন তা বর্তমান সময়ে রয়েছে। এর দ্বারা কথা বলেই বাড়ির তাপমাত্রা, বাতি ও মিউজিক সিস্টেমসহ প্রয়জনীয় সব যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। এই যন্ত্রটি বন্ধুদের দেখে চিনতে পারবে এবং দরজা খুলে দেবে। বাড়িতে মেয়ের কিছু প্রয়োজন হলে সেটি জাকারবার্গকে জানাবে এই যন্ত্র। সূত্র: বিবিসি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।