আইফোন ৭-এ থাকবে ২৫৬ জিবি মেমোরি!

Unknown
0
সেবা ডেস্ক:  গত বছর বাজারে আসা আইফোন ৬ আর ৬ প্লাস স্মার্টফোন ভোক্তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এজন্য শোনা যাচ্ছে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেটে আসছে বড় ধরনের পরিবর্তন। 
 
অনলাইনে ফাঁস হওয়া ওইসব তথ্যমতে, আইফোন ৭ –এ উন্নত ধরনের ক্যামেরা আর থ্রিডি টাচ প্রযুক্তির সঙ্গে যোগ হবে ২৫৬ জিবি মেমোরি! গ্যাজেট এরেনা নামের এক স্মার্টফোন বিষয়ক ওয়েবসাইট এই কথা জানিয়েছে। আইপড টাচের মতো পাতলা হবে ডিভাইসটি। এতে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এর আগে ডিসেম্বরের শুরুতে ম্যাকওটাকারা নামের অ্যাপলের পণ্যভিত্তিক জাপানি এক ব্লগ দাবী করে, পরবর্তী আইফোন এতোটাই পাতলা হবে যে, এতে ৩.৫ মিলিমিটার আকৃতির হেডফোন জ্যাক স্থাপন করা হবে না। এর পরিবর্তে ব্লুটুথ হেডফোন বা লাইটনিং পোর্ট প্রযুক্তি যোগ করতে পারে অ্যাপল।
 
আইফোন সেভেন নিয়ে ২০১৫ সালের অক্টোবর মাস থেকেই কানাঘুষা শুরু হয়। প্রথম দিকে গুজব উঠে, পরবর্তী আইফোনের ডিজাইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছে অ্যাপল। এতে ডিভাইসটির গোলাকার হোম বাটন তুলে দেয়া হতে পারে। ইন্টারনেট নিয়ে কাজ করে বিখ্যাত হওয়া প্রতিষ্ঠান ‘পিপার জাফ্রে’র ব্যবস্থাপনা পরিচালক ও গবেষক গিনি মানস্টার এই তথ্য দেন। তিনি জানান, থ্রিডি টাচ সমৃদ্ধ আইফোনের স্ক্রিনে চাপ দিলে বাড়তি কাজ করার জন্য অপশন পাওয়া যায়। সেজন্য গোলাকার হোম বাটন উঠিয়ে দিলেও কোনো সমস্যা হবে না, বরং আকার বৃদ্ধি পাবে। এরপর গুঞ্জন উঠে, পরবর্তী আইফোনে আই-ট্র্যাকিং সফটওয়্যার থাকবে। এই সফটওয়্যারের ফলে চোখের ইশারায় চলবে ডিভাইস।
 
২০১২ সালের সেপ্টেম্বরের দিকে আই-ট্র্যাকিং সফটওয়্যার সমৃদ্ধ পেটেন্টের অনুমোদনের জন্য আবেদন করে অ্যাপল। সেই আবেদন সম্প্রতি অনুমোদন পায়। এরপরই এই গুঞ্জন উঠে। এ সময় বলা হয়, আই-ট্র্যাকিং প্রযুক্তি আইফোনের পরবর্তী সংস্করণে ব্যবহার করা হলে ব্যবহারকারী কোনো অ্যাপের দিকে স্থির দৃষ্টিতে তাকালে সেটি চালু হয়ে যাবে। এরপর গুঞ্জন উঠে, আইফোনে সেভেনে থাকবে ৩জিবি র‍্যাম। ডিভাইসটিতে পানি-নিরোধক প্রযুক্তিও ব্যবহার করা হবে। ট্রেন্ডফোর্স নামের এক গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য দেয়। অ্যাপল ইনসাইডার।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top