সেবা ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত দুই নভেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আবাসিক হল থেকে চার শিক্ষার্থীকে বহিষ্কারসহ আজীবন ২৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি জরিমানা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
আবাসিক হল থেকে আজীবন বহিষ্কারাদেশ প্রাপ্তরা হলেন- শেষবর্ষের শাহনেওয়াজ তানভীর, মকবুলুর রহমান, মোহাম্মদ শরিফুল ইসলাম ও মো. হাসানুজ্জামান। একই সাথে তাদের প্রত্যেককে ছয় মাসের জন্য একাডেমিক বহিষ্কার ও ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে শেষ বর্ষের দাউদ ইব্রাহিম, জি.এম. এনামুল কবির, নাহিদ পারভেজ লাফসু ও তৃতীয় বর্ষের কামরুল ইসলাম সানিকে আবাসিক হল থেকে দুই বছরের জন্য বহিষ্কার এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবাসিক হল থেকে এক বছর বহিষ্কারাদেশপ্রাপ্ত বাকি শিক্ষার্থীরা হলেন- শেষ বর্ষের ফরহাদুল হাসান, জাহীন মাহদী, সাইদুল আলম, ইশরাক হোসেন, মো. মুক্তাদির, বিজয় কুমার পাল, তৃতীয় বর্ষের ফারহান আরিফ, মুনতাসির সারোয়ার এবং দ্বিতীয় বর্ষের শিফাত সিদ্দিক, আসিফুর রহমান, নাগিব আহসান, বিলটন বসাক, সোহেল রানা ও নিলয় দে। তাদের সকলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের দুই নভেম্বর ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।