ফখরুলসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ মার্চ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ৩ মার্চ। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন।
 
রাষ্ট্রপক্ষের  কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, এই মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনের পক্ষে সময়  চেয়ে আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করেন। অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ৩ মার্চ শুনানির দিন ধার্য করেন।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, বরকতউল্লাহ, শহীদ উদ্দিন চৌধুরী,  মোয়াজ্জেম  হোসেন, সুলতান সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মির্জা আব্বাস ও শহীদ উদ্দিন  চৌধুরী অন্য মামলায় করাগারে আটক আছেন। তাদের কারাগার  থেকে আদালতে হাজির করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top