শ্রীবরদী’র ইউএনও’র বিদায় সংবর্ধনা

G M Fatiul Hafiz Babu
0
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

গত মঙ্গলবার ১৯ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে শ্রীবরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। হাবিবা শারমিন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২ বছর ৫ মাস দায়িত্ব পালন করেন। বিদায় অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল এর পরিচালনায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা এবং শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ইউএনও হাবিবা শারমিনের কর্মময় দিন গুলোর উপর সাফল্য, কর্মদক্ষতা ও ন্যায় নিষ্ঠার সহিত কাজ করার উপর আলোচনা করেন। আলোচনা সভা শেষে ইউএনওর হাতে বিশেষ উপহার প্রদান করা হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top